সৃষ্টি সুখের উল্লাসে

ডেডলাইন তো দিচ্ছে মানুষ, হাড়-হাভাতে’র বজ্জাতে
নিষ্পেষণের এই জমানা, তোমার আমার মজ্জাতে
ওসব ভুলে, সবাই মিলে, চড়ুইভাতি হোকনা ফের
মালুর ওজন কমবে তাতেই, কমবেশী হলে দু-দশ সের
তখন যে ফের বুঝবি আবার, চিরুনি আর টুথব্রাশে
চল আরবার পিকনিক হোক, সৃষ্টি সুখের উল্লাসে

One response to “সৃষ্টি সুখের উল্লাসে”

  1. আরও চাই

    Like

Leave a reply to কৌশিক Cancel reply