বাতাসে তখনও ভাসছে গুজব, তখনও যুদ্ধজেট
গোটা জাতি হাঁটে উঁচু করা শিরে, আমাদেরই মাথা হেঁট?
সারাদিন পাওয়া বারুদ গন্ধ, সারাদিনই রোজ ছুটি
আজকে দু-দেশ দাবার নেশায়, দেশবাসী আজ ঘুঁটি
হাল্লা শুন্ডী ভাই ছিল ওরা, একই মায়ের পেটে –
আর ছিল শুধু পাঁচখানি নদী, অনায়াসে দিন কেটে
কোথায়ই বা ছিল এতটা লড়াই, চাতুরী বুদ্ধিমত্তা?
দুটি সহোদরই, অভিঘাতী অরি, আজকের সারবত্তা
পরদেশি গুলো ভেঙ্গে দিয়ে গেলো, সখ্য মিতালি জুটি
একটাই মিল বাকী রেখে গেছে, দুজনেরই নাই রুটি।
এখনও কিন্তু আছে গো সময়, ভুলে যাওয়া যাক বৈরি
তুই যদি ভাই একটু এগোলে, আমিও কিন্তু তৈরি
আজ বলে দেই, তোর কানে কানে, শোন ভাই চুপিচুপি
সন্ধি স্বস্তি বেরাদর মোরা, তুই বাঘা আমি গুপী 👍🏼
মুম্বই
মার্চ ১, ২০১৯
Leave a reply to Rumi Cancel reply