কৌশিক ইন্দ্রাণীর ২৫ – ২০১৬

ভাত ডাল আর চলবেনা ভাই
চাই মটন বিরিয়ানী
কারণ পঁচিশে পা রেখেছেন
কৌশিক – ইন্দ্রাণী

পেঁয়াজ কুচি’টা ভুলোনাকো দিতে
ওইটে কিন্তু চাই
তার সাথে চাই আবছায়া মদ
গোটা বোতলটাই

তুমি আজকে মাধবীই হও
আর আমিই মানিকবাবু
গাছকোমরের বাঁধা শাড়ি
করুক আমাকে কাবু

তিন চারিখানা ‘ডিম’ ভেজে দিও
সানি সাইডটা আপ
তারপর নাকে আঁচল দিয়ে
দিয়ো মোরে অভিশাপ ।

তুমিই হবে শঙ্খবেলা
আর আমিই ছদ্মবেশী
আজ দুজনাতে আবোল তাবোল
রাতের শেষাশেষি

এমনি করেই যাকনা কেটে
আগামী দিনের রেশ
ঋক বাবুকে সঙ্গে নিয়ে
ঘুরো মার্কিন দেশ ।

One response to “কৌশিক ইন্দ্রাণীর ২৫ – ২০১৬”

  1. Daroon

    Liked by 1 person

Leave a reply to Rumi Sinha Cancel reply