রাজাঃ
আয় তোকে আজ গপ্পো শোনাই, গপ্পোটা তোরই জন্যে
গপ্পোতে শুধু আলো করে আছে, ছোট এক রাজকন্যে
রাজার মেয়েঃ
রাজকন্যেটা বলছ গো কাকে, রাজার মেয়ে সে নাকি?
মেকি মনগড়া গপ্পো বানাও, সকলকে দিয়ে ফাঁকি
রাজাঃ
থামো দেখি বাছা, একেবারে কাঁচা, ও’তে নেই কোন পাপ
রাজা না হলেও, হতে চাই আমি, রাজকন্যের বাপ
এনে দেব তোকে সোনার পালং, রুপোর খেলনাপাতি
হীরেমন টিয়ে, এইসব নিয়ে, খেলা হবে দিনরাতি
রাজার মেয়েঃ
ওসব আমার চাইনা মোটেই, ওসবে নেইকো মতি
আমায়ে বরং এনে দিয়ো তুমি, রঙিন এক প্রজাপতি
আরও এনে দিয়ো একফালি ঘাস, জলফড়িং’এর ডানা
অবুঝ, সবুজ মুক্ত বাতাস, মেঘ এনো একখানা
রাজাঃ
ওরে বোকা মেয়ে, এসব না চেয়ে, দামী কিছু দেব কিনে
চোদ্দরকম দাসীবাঁদি দেব, তোরই এ জন্মদিনে
প্রাসাদের মাঝে হীরের ফোয়ারা, সোনার মুকুটে চুনি
মাণিক্যমণি যাহা আছে দেব, লাখো লাখো ভরি গুনি
রাজার মেয়েঃ
একটা চড়াই এনে দিয়ো দেখি, বন্ধু বানাব তা’কে
দুঃখসুখের কথা সেরে নেব, সারাটি দিনের ফাঁকে
আর এনে দিয়ো, মাঝে মাঝে তুমি, থোকা-থোকা ঘাসফুল
আকাশে বাতাসে মিতালি আমার, ভরানদী কুলকুল
রাজাঃ
এত অজটিল, ছলনা অমিল, তুই আমার রাজকন্যে
সবুজের মাঝে জলেভরা দিঘী, দেব এনে তোর জন্যে
এমনই সেদিন দেব এনে তোকে, রাজাগজা হবে মিছে
আমি আর তুই বেড়াব ছুটেই, প্রজাপতিটার পিছে
আজি বুঝি আমি, সবচেয়ে দামী, সত্যি রাজার মেয়ে
রাজারই বিত্ত, সবই নিমিত্ত, ঝুটো সে রাজার চেয়ে
পাই দেখি যদি, ছোট এক নদী, আজিকে নিয়ে আসি কিনে
নব উপহারে সাজাব রে তোকে, তোরই এ জন্মদিনে
এপ্রিল ২১, ২০১৮
Leave a reply to Jayabrata De Cancel reply