Category: Poem
-
মাঝ বয়েসের পদাবলী
কাব্যের রোগ ধরে গেছে দাদা, ব্রেনে ছন্দের হামলা আরও একখানা লিখে ফেলি তাই, দশ মিনিটের মামলা সারাদিন তো আপিসেই কাটে, হাজার খানেক কাজ একটু পদ্য না লিখে শুলে, ঘুম আসবেনা আজ এই বয়েসে কি পদ্য মানায়ে, ভাল শরীরের পক্ষে? নাকি বুঝি কোন দুঃখ বেদন, চাপা আছে মোর বক্ষে? নাকি শুধু এই কাব্য রচনা, একটু খ্যাতির…
-
এপ্রিল ফুল
ক্রীং ক্রীং শব্দে, দুহাজার অব্দে খাসা ঘিলু ঠাসা স্মার্ট ফোনেতে মন ছোটে দশদিক, ভুল নয় সবই ঠিক বলে রাখি আজ তোকে গোপনে বিকেলে ইচ্ছে হলে, এটা-সেটা খাব বলে বাড়ী বয়ে দিয়ে যাবে জোম্যাটো পিৎজাতে কি’বা চাই, সারাদিনই খাইখাই মাশরুম নেব নাকি টম্যাটো ভুলেও যাবনা তাই, মুদির দোকানে ভাই ঠ্যাং তুলে বসে বসে বাড়ীতে কিনি বিগ-বাসকেটে,…