মাইকে মাইকে ঘোষণা করছে পুলিশ। যে’কটা দোকানপাট টিমটিম করে খোলা রেখেছিল এই বাজারে, সেগুলোকে অবিলম্বে বন্ধ করতে হবে। সরকার বাহাদুরের সতর্ক হুকুম। ইতিমধ্যেই দোকানটার সামনে গোটা বিশেক প্যানিকগ্রস্ত মানুষ ভিড় জমিয়ে ফেলেছেন। ফৌজি তৎপরতায় পরস্পরের মধ্যে বজায় রাখছেন চার পাঁচ ফুটের ডিস্ট্যান্স। দৌড়ে এদিকপানে আসছেন আরও গোটা পাঁচেক লোক। ওভারটাইম করা মুদী ব্যাটার রোয়াবটা আজ দেখার মতন। পাবলিক এদিকে চিল্লিয়ে মুদীকে ঝালাপালা করে দিচ্ছে। কিলো’কে কিলো আলু, পেঁয়াজ, চাল, ডাল উড়ে যাচ্ছে নিমেষে! একটা ফচকে মাল এরই মধ্যে আড়াইশো চাল চেয়েছিল। পুলিশ তার নামে এফআইআর করবে বলে শাসিয়েছে!
গুলিয়ে যাচ্ছে সব। ফেস রেকগ্নিসনে দামীদামী ফোনগুলো একটাও আনলক হচ্ছেনা। সক্কলের নাকেমুখে দুই বিঘৎ লম্বা করে মাস্ক বাঁধা কিনা! একটা লোক প্রচুর নুন আর সরষের তেল কিনছেন। চাল, ডালকে তেমন পর্যাপ্ত পাত্তা না দিয়ে। কৌতূহলী মানুষ জিগ্যেস করছেন, কি মনে হয় স্যার? নুন কি আর কোনোদিন পাওয়াই যাবেনা ভারতবর্ষে? নমকহারামির এরকম কড়া শাস্তি দেবেন ঈশ্বর? লোকটা বললেন, না টুথপেস্টও তো অমিল দেখলাম, তাই ভাবছি নুন–তেল’টা ঘরে থাকলে অ্যাটলিস্ট দাঁতটুকুন তো মাজা যাবে সক্কাল সক্কাল।
পলিটব্যুরোয় কমরেড মিহি করে বললেন, ভুলটা আমাদের তাহলে ঐতিহাসিক ছিলনা, ঠিক এরকমটাই চেয়েছিলাম বুইলি? একটা মহান সর্বহারার দেশ! সমীকরণ বোঝা যাচ্ছেনা কিচ্ছু। কোটি কোটি মানুষ চোখ গোল্লা গোল্লা করে তাকিয়ে আছে মহান নেতার দিকে। টেনশনে ভোগা সরকার বলছে টাকা দিচ্ছি, বৈজ্ঞানিক বলছে ট্যালেন্ট দিচ্ছি। কিন্তু এদিকে বেরসিক মানুষগুলো বলছে, ধুর! তার চাইতে একটা হাপ-পাউন্ড পাউরুটি দাও গুরু। যেটুকু বোঝা যাচ্ছে, পৌষমাস কারোরই নয়।
Leave a comment