আহ্নিক গতি বজায় রেখো ধরা
সকালে যেন প্রখর সূর্য ওঠে,
সঙ্গে আমার নাই’বা হল যাওয়া
গাভীর দল আজ, একলা চরুক গোঠে।
~ • ~ • ~ • ~ • ~ • ~ • ~ •
বাতাস যেন বন্ধ না হয় দেখো
গোকুল মাঠেও, বাতাস একই লাগে,
ওদের গ্রহের দোষ দেখিনা’তো কিছু
শাস্তি ওদের, আমার উপর রাগে?
~ • ~ • ~ • ~ • ~ • ~ • ~ •
সবুজ রঙটা সবুজ করেই রেখো
সেই সবুজে ভেজাল মাখানো কালী,
ওই রঙে তো ওদের পাওনা বেশী
ওরাই গড়ুক আগামী গেরস্থালী।
~ • ~ • ~ • ~ • ~ • ~ • ~ •
আর্দ্র মেঘের জল জমিয়েও রেখো
ওরা যেন পায় শ্রাবণের মত ধারা,
আমার বকেয়া উপচে ওঠার শেষে
দুয়ারে আমার রাতভর কড়ানাড়া।
~ • ~ • ~ • ~ • ~ • ~ • ~ •
মাটির ভাগটা যাকনা ওদের কাছে
আমার ভাগেতে আজ’কে কেবল ব্যাধি,
বাটোয়ারা হোক কাজীর খাতির ছাড়া
অনুপাতহীন কেড়ে খাওয়া আধাআধি।
Leave a comment