রুমি’র সাথেই ঋজুবাবু এলো, নাকি ঋজু’র সঙ্গে রুমি?
গুলিয়ে গিয়েছে আজকে সকালে, বলে দাও সোম তুমি
দুটোর মধ্যে দুষ্টু কে বেশী, সে নিয়ে কৌতূহল
আজকে সকালে বড়ই ফাঁপরে, বল সোম তুই বল
দুটোর মধ্যে পড়াতে–লেখাতে, দুজনেই নাকি ভালো?
বড় মুশকিলে পরে গেছি ভাই, বলো সোম তুমি বলো
গায়ের রঙ কি দুজনারই এক, নাকি রুমিটাই ফর্সা
দূর করো সোম মনের আঁধার, তুমিই আজকে ভরসা
দুটোই শুনেছি গান ভালো করে, নাকি ঋজু সুরে খাসা
উত্তর পাবো সোমের কাছেতে, এই মনে বড় আশা
দুটোর মাঝেতে রাগ কার বেশী, নাকি নরমই স্বভাব
দিয়ো ভাই সোম, সুযোগ পেলেই, তোমার ছোট্ট জবাব
দুটোই তোমার বুকের পাঁজর, দুটোই হৃদের মাঝে
দুটোই তোমার ঘর আলো করা, মহারানী মহারাজে
দুটোই তোমার চোখের মণি যে, দুটোই খুব রঙীন
দুটোকেই আজ জানিয়ে দিলাম, শুভ এ জন্মদিন
অনির্বাণ
ডিসেম্বর ৮, ২০১৯
Leave a comment