যেই মাটিতেই জন্মালি তুই, সে মাটি কোমল মাটি
তবে এ’ও বলি শুভদিনে আজ, সে মাটি বড়ই খাঁটি
সেই মাটিকেই দিয়েছে বিধাতা, শ্যামল শস্যরাশি
সেই মাটিতেই ঠেকাই মাথা, মাটিকেই ভালবাসি
বিশ পঁচিশের গণ্ডী পেরিয়ে, দাদা আজ পঞ্চাশ
বল দেখি দাদা, এত কোমলতা, কোথা থেকে তুই পাস?
তোর মুখে দেখি বিপুল আবেগ, বিপুল সে প্রেমানল
তোর বুকেতেই নিভেও নেভেনা, দাহনের দাবানল
তোর মনেতেই সুধার হদিশ, হোকনা গরল বিষ
তোর কাছেতেই সুদিনের শ্বাস, স্বস্তির স্নেহাশিস
বিশ পঁচিশের গণ্ডী পেরিয়ে, দাদা আজ পঞ্চাশ
দাদা বল দেখি, এত অনুভূতি, কোথা থেকে তুই পাস?
তোর কাছে পাই বৃক্ষের ছায়া, শান্ত সে নদীতীর
তোর কাছে দাদা শীতের উত্তাপ, সুখের একটা নীড়
একটা চায়ের পেয়ালা পেলেই, হাসি ভরা তোর মুখ
এত ভাল তুই কেন হলি দাদা, অল্পেতে এত সুখ?
বিশ পঁচিশের গণ্ডী পেরিয়ে, দাদা আজ পঞ্চাশ
একবার বল, ওই হাসিমুখ, কোথা থেকে তুই পাস?
আজকে ওড়াবো তোরই নিশান, রাস্তার মোড়ে মোড়ে
আজকের দিনে তোর গান গাবো, দুঃসাহসীর সুরে
সারাদিন আজ বাজাবো বাড়ীতে পুরনো হিন্দি সুর
একথালা ভাত, পাঁঠার মাংস, ফুচকা ও চুরমুর
বিশ পঁচিশের গণ্ডী পেরিয়ে, দাদা তুই পঞ্চাশ
বল দেখি দাদা, এত সহজতা, কোথা থেকে তুই পাস?
পুঁচকে
ডিসেম্বর ১৬, ২০১৯
Leave a comment