ঘামে চপচপে ছাই–রঙা জামা, নীল ট্রাউজারে ধুলো
গোলপোস্টের ভিতের পাশেই, টিফিন বাক্সগুলো
শিকার খোঁজা সে ভুবনচিলেরা, আকাশে চক্রাধারে
সেইদিন ভাসে ঘুরেফিরে আসে, ফিরে আসে বারেবারে
লেত্তির সুতো, কৃত্রিম ছুতো, ডাঙগুলি জলছবি
অনেক বড় তো হয়ে গেলি বাবু, আর কত বড় হবি?
সুলেখার কালি, বহু ধুলোবালি, আঙুল চেটোর খাঁজে
পালিশবিহীন, সেই সব দিন, আজি এই সুরে বাজে
আজ ফিরে পাওয়া, এলোমেলো হাওয়া, রংচটা ঝোলা খাকি
ঢলঢলে মোজা, প্রত্ন সে খোঁজা, ফাস্ট বেঞ্চেই ফাঁকি?
লেত্তির সুতো, কৃত্রিম ছুতো, ডাঙগুলি জলছবি
অনেক বড় তো হয়ে গেলি বাবু, আর কত বড় হবি?
আরশির মাঝে, নিশপিশ বাজে, পাকা চুল পাকা দাঁড়ি
আজ যদি রাতে, বেসামাল হাতে, যদি তোর কড়া নাড়ি?
আজ রীতি ছেড়ে, এ পুকুর পারে, চমকিয়ে দেওয়া ঝাঁপ
আজ ভুলে ভেদ, একগুঁয়ে জেদ, বিস্মৃত অনুতাপ
লেত্তির সুতো, কৃত্রিম ছুতো, ডাঙগুলি জলছবি
অনেক বড় তো হয়ে গেলি বাবু, আর কত বড় হবি?
Leave a comment