মন্থর বিলাসে আঁকা নখ দিয়ে সেই ছবি
যত্নে ছিল যে ঢাকা, তোমার গণিত খাতার শেষে
ছবির চেয়েও নক্সা ছিল সে বেশী,
প্রাণবন্তের অতীত আজ নক্ষত্রে গিয়ে মেশে
নেই কোনো তাতে নিয়মের হেরফের
দুপুরবেলায় পাখাবন্ধের ঘাম
গভীর করে লাগিয়ে দেওয়া চিবুকে
তারের বেড়া টপকানো সংগ্রাম
আইন এখনও স্বীকারোক্তি চায়
ব্যাধ এসে ঘোরে কপট কামের বাজি
সাধন ভজন আমি তো জানিনি গো
সবই শেষমেশ শত্রুর কারসাজি
Leave a comment