কৌতূহল

ভগবান, তুমি জন্ম নিয়েছ কিসে? 

যেদিন প্রথম মরল মানুষ, বিষধর আশীবিষে 

সেদিন প্রথম বুঝল মানুষ, কাকে বলে মহামারী

এক দেশ ছেড়ে অন্য দেশেতে, তবুও যায়না ছাড়ি 

অন্নাভাবের আকাল দিনে, দেশগাঁ যবে উজাড়

তখন হঠাৎ ইচ্ছে হল, ভগবানকে খোঁজার

ভগবান তোমার পূজো হল কবে শুরু

যেদিন বিষম বর্ষারাতে, মেঘের গুরুগুরু

সে রাতে সাগর ঊথাল পাতাল, তীব্র শঙ্খধ্বনি

সে রাতে সন্ধ্যা নিষ্প্রদীপে, অন্ধ নয়নমণি

ভগবান, তোমার কোথায় লুকিয়ে থাকা

শান্ত সবুজ উপত্যকা, যখন বারুদ দিয়ে ঢাকা

দুই মতেরই ধুন্ধুমারে, ছিঁড়ছে াঁজর লোহার তারে

ঘাড় ঘুরিয়ে পিছন ফিরে, নেই কেউ সব ফাঁকা

ভগবান, এসব পারলে ভেবে দেখো একবার 

বন্দীশিবিরে, রাতের নিবিড়ে, ভাত যবে দরকার 

তোমার নামে জয়গান হবে, জন্মের থেকে কবরের শবে

যদ্দিন ধরে চলবে পৃথিবী, পূজা পাবে বারবার

 

অনির্বাণ দাশগুপ্ত

জানুয়ারি ২০২০

Leave a comment