ভালবাসা রঙ খুঁজে পাবো বুঝি হলুদ ট্যাক্সি ভিড়ে
আগমনী গাওয়া, গভীরের ছোঁয়া, আমার ভিটে’তে ফিরে
আবেগের নাম কলকাতা বুঝি, শহরের বারমাসে
হাসিমাখা দিন, আজও অমলিন, ডবল ডেকার বাসে
আমার জন্য অপেক্ষা কোরো গো, কোরো তুমি কলকাতা
এখনও অনেক দেওয়া বাকী আছে, বন্ধ হয়নি খাতা
তুমি তো কেবল সীমানা নও’গো, তুমি তো আমার মায়া
টানা রিক্সাটা, রাস্তার মোড়ে, বহু নস্টালজিয়া
এলোমেলো পায়ে, অলিপাব বাঁয়ে, বেসামাল কোলাকুলি
মুঠো করা হাতে, প্রতিবাদী মাঠে, কি’করে সেদিন ভুলি?
আমার জন্য অপেক্ষা কোরো গো, কোরো তুমি কলকাতা
এখনও অনেক দেওয়া বাকী আছে, বন্ধ হয়নি খাতা
একদিন আমি আসবই ফিরে, কাকডাকা কোনো ভোরে
তোমার বুকেই বাঁচবো আবার, বাঁচার মতন করে
চেনা সেই সুরে গাইব আবার, নয়া কোন সংগ্রামে
পথে পথে ঘুরে, এ হৃদয় জুড়ে, পরিচিত সেই ট্রামে
আমার জন্য অপেক্ষা কোরো গো, কোরো তুমি কলকাতা
এখনও অনেক দেওয়া বাকী আছে, বন্ধ হয়নি খাতা
Leave a comment