বারুদ গন্ধে কাটুক আঁধার
জবাব মিলুক যা কিছু ধাঁধার
কালো মেয়ের পূজার আজ সুরে
আকাশ প্রদীপ এ আকাশ জুড়ে
জ্বলুক পুরোনো পাপবোধ আজ
রোশনাই রাতে সোনালির সাজ
আলো ভরে থাক রাজপথ গলি
শান্তি আসুক, শুভ দীপাবলি
🙏🏼
অনির্বাণ দাশগুপ্ত
Caging sudden contemplations!
বারুদ গন্ধে কাটুক আঁধার
জবাব মিলুক যা কিছু ধাঁধার
কালো মেয়ের পূজার আজ সুরে
আকাশ প্রদীপ এ আকাশ জুড়ে
জ্বলুক পুরোনো পাপবোধ আজ
রোশনাই রাতে সোনালির সাজ
আলো ভরে থাক রাজপথ গলি
শান্তি আসুক, শুভ দীপাবলি
🙏🏼
অনির্বাণ দাশগুপ্ত
Leave a comment