বন্ধু দিবসে – অগস্ট ৪, ২০১৯

তিরিশ বছর আগে

আমি বিস্কুট, তুই চা
আমার কাকিমা, তোর মা
আমি বৃষ্টি, তুই ছাতা
তুই পেন, আমি খাতা
আমি পাস, তুই গোল
বাইরে আছি, দরজা খোল
প্রেম তোর, আমার বোন
বাইক আমার, তোর লোন
তুই নচি, জীবনমুখী
দুই জনেতে বেজায় সুখী

বারো বছর আগে

কিরে গুরু, চলছে ভালো?
চুলটা বুঝি করিস কালো?
সব ঘটনা শুনলাম কাল
তুই না আজ’ও রয়েছিস মাল
ফোন একটা করলেই হয়
নাকি তোর তাতেও ভয়?
আমি তো তোর দেশেই থাকি
ভুলে গেলে চলবে নাকি?
ওমা! ওইটা বুঝি তোরই ছেলে?
ফোন করে নিস, সময় পেলে

আজ

সকাল বেলা বাদল সুরে
জলপ্রপাত আকাশ ফুঁড়ে
একটা ফোন কি করতে পারি?
নাকি সেটাও বাড়াবাড়ি
একদিন নিবি আমায় ডেকে?
কাত্তিকদা’র চায়ের ঠেকে?
চলনা কাকা, ঘুরে আসি
আমি আর তুই পাশাপাশি
সব পদ্যই পরছে মনে
আজকের এই শ্রাবনদিনে

Leave a comment