মেয়াদ – ডিসেম্বর ৩১, ২০১৮

অনিয়ত সেই আগামীকে বুঝি, আশ্লেষে ধরি সকলের চেয়ে বেশী
দৈনন্দিন জামা জুতো মোজা,
উল্টোর থেকে করে ফেলে সোজা
ভাঁজে ভাঁজ রেখে শৃঙ্খলা খোঁজা,
অনুসারে তব শিথিল সময়, সমাহিত হোক রাত্তিরে শেষাশেষি
আধবোজা চোখে কড় গণা হবে
না মেলা অঙ্কে, কে কোথা রবে
বেদন বিভাব ভাবে অনুভবে
পুরাতন আজ শুক্ল কাফনে, সমাহিত হোক রাত্তিরে শেষাশেষি
মৌন না থাকা আজিকার সাঁঝে
প্রকৃত কাব্য, ক্ষুব্ধ সমাজে
নয়া বারোমাসা সুরে আজ বাজে
অনিয়ত সেই আগামীকে বুঝি, আশ্লেষে ধরি সকলের চেয়ে বেশী

ডিসেম্বর ৩১, ২০১৮
মুম্বই

Leave a comment