রক্ত ঝরছে, জলকামান আর কাঁদানো গ্যাসের শেল
আজকের দিনে অমান্য আইন, ভরে দিয়ে সব জেল
এই তো সবে এ তীক্ষ্ন কন্ঠে চেঁচিয়ে উঠেছে ওরা
এই তো ছুটেছে দুর্গম পথে, বল্গাবিহীন ঘোড়া
আজকে কেবলই আঠেরোর গান, চিরুনীবিহীন চুলে
আজকে আমাকে দাও’না জিরোতে সাহসী ও বাহুমূলে
আজকে ছিঁড়েছি পোস্টার কিছু, থুতু ছুঁড়ে দিয়ে মুখে
মাঝরাত্তিরে রেখেছি এ হাত, সরস্বতীর বুকে
হাতুড়ি পিটিয়ে আজকে হত্যা লালপিঁপড়ের দলে
আঠেরো আমার শিরায় শিরায়, হাজার হাতির বলে
আঠেরো আমার সিঁড়ির রেলিঙে, বাতাসে প্রেমের ঘ্রাণ
আঠেরো আমার ছাতের ওই ঘরে, চুরি যাওয়া সম্মান
আজকের দিনে তরমুজ সুধা, আঠেরো মেটাবে আশ
আঠেরো আমার, আঠেরো তোমার, আমিও কৃত্তিবাস
জন্মদিনেতে যদি গো জানিতে, আঠেরোর অভিলাষ
আঠেরো আমার, আঠেরো তোমার, আমিও কৃত্তিবাস।
মুম্বই
অগস্ট ২০১৮
Leave a comment