হলুদ ফুলের গল্প – গুম্বির জন্মদিনে ২০১৮

হলুদ ফুলের গল্প

সকাল থেকেই মেঘলা সেদিনে,
রোদ ছিলনাকো মোটে
এমনই সুদিনে, গলিখুঁজি চিনে
সূর্যমূখীরা ফোটে

ঘামে ভেজা তালু, বেশ আলুথালু
তবু হাসিমুখে সুখী
আমারই বাগানে, ফিসফিস কানে
ফুটিবে সূর্যমূখী

বন্ধুরা কিছু, ছাড়েনাকো পিছু
দেখে নিস হবে ছেলে
আমি ভাবি মনে, সাজাব যতনে
সূর্যমূখীটা পেলে

আলো জ্বলে লাল, বাহিরে কাঙাল
বারে বারে উঁকি ঝুঁকি
চিনে গলিখুঁজি, এসে গেল বুঝি,
আমারই সূর্যমূখী

অনেকেই বলে, কি আছে কপালে
খোকা চাস নাকি খুকী
আমি মাথা নেড়ে, বলি করজোড়ে
আসিছে সূর্যমূখী

সহসা যে শুনি, বাদুলে সে ধ্বনি
ঠিক শুনি নাকি ভুল
শুয়ে এক মেয়ে, মোরই পানে চেয়ে
সূর্যমূখীর ফুল

আরো ফুল আছে, বাগানের গাছে
নিয়ে যেও, চাও যারা
সবকটি ফুল, দিব বিলকুল
সূর্যমূখীটা ছাড়া

Leave a comment