এইতো উদিত তীক্ষ্ণ লেখনী,
অস্থুল মেজাজে লেখা ক-লাইন
ভেঙে সংহার সব দর্পণ
অসদয় কিছু ভ্রান্ত আইন
ঠুনকো তুমি তো বিনত মরদ
মোলায়েম ভীরু লঘুগামী
জাহির করেনি দৃঢ় জেদী শিরে
সশস্ত্র রণ সংগ্রামী
সর্বনাশ তো চায়নি কখনও
অনন্তঘুম মহামরন
অনেক হল তো, থামো বান্চোত
গেরুয়া গাঙেতে অবতরণ
Leave a comment