সোমের জন্মদিনের গান Smart অ্যান্ড Funny

সোমের জন্মদিনের গান Smart অ্যান্ড Funny

সোমকান্তি সোম, ওম শান্তি ওম
ব্যোম ভোলা, ব্যোম ব্যোম, ভোলা ব্যোম, ব্যোম ব্যোম
হরদম তুমি আছো মুডে গুরু,
সকালেতে ঘুম, সন্ধ্যেতে শুরু
চালচলনেতে বাঁকা ওই ভুরু
হর হর ব্যোম ব্যোম
সোমকান্তি সোম, ওম শান্তি ওম
ব্যোম ভোলা, ব্যোম ব্যোম, ভোলা ব্যোম, ব্যোম ব্যোম
কখনও মাথাতে ফুলে থাকা কেশে
বিয়েবাড়ি যাওয়া ক্যাসুয়াল ড্রেসে
ডিলান তুমি গো লালনের দেশে
হর হর ব্যোম ব্যোম
সোমকান্তি সোম, ওম শান্তি ওম
ব্যোম ভোলা, ব্যোম ব্যোম, ভোলা ব্যোম, ব্যোম ব্যোম
ষ্টেজ কাঁপিয়েছ মাতোয়ারা সুরে
তুমি আছো জানি সব বুক জুড়ে
কাছে থাকো তুমি, যেওনা কো দূরে
হর হর ব্যোম ব্যোম
সোমকান্তি সোম, ওম শান্তি ওম
ব্যোম ভোলা, ব্যোম ব্যোম, ভোলা ব্যোম, ব্যোম ব্যোম
জন্মবাসরে এই উপহারে
মাংস পরোটা প্রতি সোমবারে
তাই বলি গুরু উপসংহারে
হর হর ব্যোম ব্যোম
সোমকান্তি সোম, ওম শান্তি ওম
ব্যোম ভোলা, ব্যোম ব্যোম, ভোলা ব্যোম, ব্যোম ব্যোম

Leave a comment