মৃত্যু মানে কি নোনতা জল, চোখের কোণে জ্বালা?
মৃত্যু মানে কি ধুপ, দীপ আর রজনীগন্ধা মালা?
মৃত্যু মানে কি চাপা কান্নায়ে, গলায় বেদম ব্যাথা?
মৃত্যু মানে কি শুধুই স্মরণ, তোমার না বলা কথা?
মৃত্যু মানে কি শুভ্র চাদরে, ঢাকা দেওয়া এক মুখ?
মৃত্যু মানে কি পড়শি সকল, হরদম উৎসুক?
মৃত্যু মানে কি তোমার আমার সম্পর্কের শেষ?
মৃত্যু মানে কি সত্যি সত্যি, অন্য ঘুমের দেশ?
মৃত্যু মানে কি কাঠকুটো আর বাঁধানো একটা ছবি?
মৃত্যু মানে কি ছন্দ মেলাতে, বসে যাবে সব কবি?
মৃত্যু মানে কি তোমারে হারায়ে, গরীব’কে দেওয়া দান?
মৃত্যু মানে কি তোমারি সামনে রবিঠাকুরের গান?
মৃত্যু মানে কি তোমার কথা, বলিতেই হবে আজ?
মৃত্যু মানে কি জিতে গেলে তুমি, ফেলে রেখে সব কাজ?
মৃত্যু মানে তোমার কাব্য, রচনা করতে বাধ্য?
তোমার সে সব ঘড়ি, ছড়ি, জুতো, সবই হবে আরাধ্য?
মৃত্যুর মানে খুঁজছে সবাই, দর্শন থেকে কাব্য
তোমার মৃত্যু, তুমিই বুঝেছ, আমরা বৃথাই ভাবব,
সব না জানিলে, এতটুকু জানি, এতটুকু বুঝি আমি
আমরা সবাই একই পথেতে, সবাই মৃত্যুগামী
তোমার সাথেতে মিলিবো আবার, ফের হয়ে যাবে দেখা
আর কিছুক্ষণ অপেক্ষা বঁধু, আর কিছুক্ষণ সখা।
মুম্বই
জুন ১৯, ২০১৩
Leave a comment