মাসিমাকে জন্মদিনের উপহার
অনির্বাণ দাশগুপ্ত ১৭ অক্টোবর ২০১৭
শাশুড়িকে কেউ মাসিমা বলেকি, ‘মা’ বলে ডাকতে হয়
তবেই শুনেছি, করা যাবে গুরু, বঁধুটির মন জয়
মা নামের ডাক, বড় নিরাপদ, ধ্রুবতারাটির মতন
তবেই না পাবে, সুখে ও অসুখে, শ্বশুরবাড়ির যতন
সেসব না বুঝে, অবুঝ বালকে, মাসিমা বলে যে ডাকে
বোঝালে না বোঝে, মুখ্যু আকাটে, বোঝাব বলোতো কাকে
ওরে শোন শালা, নয় অবহেলা, সময় হয়নি পার
মাথা নিচু করে, বিশ্বাস ভরে, বাড়িস না বেশী বাড়
যা দেখি ছুটে, পদধূলি চেটে, ফুকারিয়া বল মাতা
তবে পাবি তুই, বিপদে আপদে, শ্বশুরবাড়ির ছাতা
ছেলে ছুটে যায়, ঝাঁপ দিয়া পায়ে, কাঁদিয়া চাহে যে মাপ
সকরুণ সুরে, শাশুড়ি মাতারে, গরীবের মা – বাপ
শ্মশ্রুমাতাটি, ধরিয়া ছাতাটি, স্নেহভরে বুকে টানে
জামাতা আমার, নাটা হতে পারে, বলে তার কানে কানে
শোন’রে জামাই, মাসিমাই থাক, ও ডাকে নেইকো দোষ
মেয়েটাকে শুধু, দুধে ভাতে রাখ, ওকে করিসনি রোষ
মাথা নাড়ে ছেলে, বলে হেলেদুলে, তাই হবে নিশ্চয়
মাঝে মাঝে তাই কলামূলো ভাই, মাগনায়ে পাওয়া যায়
প্রেম ভালবাসা আদর মমতা, শাশুড়ি দেবে অভয়
হাওয়া বুঝে চলো, দিনরাত বলো, শাশুড়ি মাতা কি জয়
Leave a comment