বিদিশার জন্মদিনে ২০১৮

জাগরিত হও, উঠে পড় সবে, Hurry up, তাড়াতাড়ি
আজ সেই দিন, এখনও নবীন, Fifth of January
বিদিশা সেনের জন্মদিবসে, হোক হুল্লোড় বাড়াবাড়ি
আজ সেই দিন, এখনও নবীন, Fifth of January

ললিতা নিপুণা সুতনু সুরূপা, বহুগুণে অধিকারী
আজ সেই দিন, এখনও নবীন, Fifth of January
মায়াবী সুরেলা গানের গলাটি, আহামরি আহামরি
আজ সেই দিন, এখনও নবীন, Fifth of January

রন্ধনে পটু, নৃত্যে ময়ূরী, নম্রভাষী এ নারী
আজ সেই দিন, এখনও নবীন, Fifth of January
গুনের কথাটি বলব কত যে, আরও বলে যেতে মোরা পারি
আজ সেই দিন, এখনও নবীন, Fifth of January

এমনই ললনা, আলো করে রাখো, সেনে’দের ঘরবাড়ি
আজ সেই দিন, এখনও নবীন, Fifth of January
এই নয় শেষ, আরও আছে ভাই, খাওয়া-দাওয়া রকমারি
আজ সেই দিন, এখনও নবীন, Fifth of January

Leave a comment