বাউলাঙ্গ গান 🎵 মার্চ ২৩, ২০১৮
জানি একদিন উড়ে যাবে পাখি, জানালাটা রাখি খোলা
ভোলা তুই যাবি ভিন পাড়াগাঁয়ে,
রেখে যাবি তোর ঝোলা
খাটে – পালঙ্কে ফরসা চাদরে
আয়না চিরুনি আদরে আদরে
বাদল ঝটিকা ভরা সে ভাদরে, খেয়ামাঝি পালতোলা
ভোলা তুই যাবি ভিন পাড়াগাঁয়ে,
রেখে যাবি তোর ঝোলা
কাকুতি বিলাপে অশ্রুধারায়ে
বিয়োগের ব্যাথা পাড়ায়ে পাড়ায়ে
ওপারে’তে সাঁই দুহাত বাড়ায়ে, শূন্য নাগরদোলা
ভোলা তুই যাবি ভিন পাড়াগাঁয়ে,
রেখে যাবি তোর ঝোলা
Leave a comment