বাংলা আধুনিক গান 🎵 মার্চ ২৩, ২০১৮

বাংলা আধুনিক গান 🎵 মার্চ ২৩, ২০১৮

তানপুরা আজি সুর বেঁধে নিস,
তাল ঠুকে নিস বাঁয়া’য়
ফুসফুসে তোর গান ভরে নিস,
সোহাগী এ আবহাওয়ায়ে
অনুরাগী রাগে মিলে যাবে দ্বয়,
সুরেলা মানসে মিলে
আজ তিমিরেতে বাদী সমবাদী,
নিরংশু ওই নীলে
গাথাকবিতাতে সুর আসে যাবে,
অনায়াসে অবহেলায়
মুক্ত আজাদ বন্ধনহীন,
অভিলাষী জুয়াখেলায়
তানপুরা আজি সুর বেঁধে নিস,
তাল ঠুকে নিস বাঁয়া’য়
ফুসফুসে তোর গান ভরে নিস,
সোহাগী এ আবহাওয়ায়ে

Leave a comment