তোরই কাছে নাকি কবিতার খাতা
সুরেরই খোঁজেতে আসে?
তোরই আঙুলেতে সারেগামা ধ্বনি
ঘুরে ফিরে অনায়াসে
তোরই পিয়ানোতে সুরেলা সে সুরে
বৃষ্টির দিন অথবা দুপুরে
রাখালিয়া বাঁশি, কোন সে সুদুরে
তোরই সুর ভেসে আসে
তোরই আঙুলেতে সারেগামা ধ্বনি
ঘুরে ফিরে অনায়াসে
আজি বাতাসেতে বেহাগের ধ্বনি
ভীমপলাশীতে ফুলমালা খানি
শুদ্ধ সারঙে গাথা এ কাহিনী
চলাচল আশে পাশে
তোরই আঙুলেতে সারেগামা ধ্বনি
ঘুরে ফিরে অনায়াসে
এ গান বেঁধেছি তোরই সুর নিয়ে
তোরই কথা ভেবে, তোরই পানে চেয়ে
জন্মবাসরে তোরই গান গেয়ে,
তোরই নাম এ বাতাসে
তোরই আঙুলেতে সারেগামা ধ্বনি
ঘুরে ফিরে অনায়াসে
মুম্বই
মে ২০১৮
Leave a comment