সূর্য লুকিয়ে মেঘেরই আড়ালে, লুকিয়ে রয়েছে দ্যুতি
শ্বাসরোধ করে ভুঁড়ী কমানোর, বুঝিবি কি অনুভূতি
হয়ে গেছে ভুল, আর কত হুল, আর তুলিবনা ছবি
তুলিলেও ছবি, করিবনা পোস্ট, নাকখত দিল কবি
কেউ বলে দিতে কাজলের ফোঁটা, কেউ বুঝি দিলো তালি
বঁধু দিলো বিঁধে, আমারই এ হৃদে, ব্যাঙ্গের গালাগালি
Leave a comment