পুরী যাওয়ার আগে ২০১৮

উনিশ তারিখ কেবল সুরা
নেশাই সর্বনাশা
আসবে ঘুশু, আসবে অভি
যুক্ত হবেন হাসা

অরূপ ব্যাটাই একটু দ্বিধায়ে
করছে তবুও ট্রাই
তাহলে তো কাকা জমেই যাবে
শেখও মারবে ড্রাই

ক্যানাডিয়ান’টা ঘায়েল হবে
রোশনি বাঈ’এর ছলায়
বাকীরা দেখবে ফ্রী’তে পানু
হুইস্কি ঢেলে গলায়

আমি তখন সিংহাসনে
হুকুম জাহাঁপনা
তোর জন্য দুঃখ বড়ই
মিস করে গেলি অনা

Leave a comment