পাগলী ২০১৩

পাগলী জুলাই ২০১৩

আমার কাব্য পড়িস পাগলী, আমার রচনাবলী
আমার লেখনী গ্রাস করে নিক, তোর সুখের গেরস্থালী
সারাবেলা ধরে পড় মোর লেখা, সারাদিন ধরে কাঁদ
সারাদিন তোকে ঘিরে থাক শুধু, আমি আর অবসাদ
আজ ভুলে যাবি নাওয়া খাওয়া স্নান, আজিকে আমারই দিন
তুই শুধু আজ আমারই পাঠিকা, বিপন্ন, সাথী-বিহীন
জানালা কপাট খোলা থাক সব, তোর আঁচল পরুক খসে
বহুযুগ পরে আজ ফের তুই, এসেছিস অবশেষে

সব কটা লেখা করে ফেল শেষ, যত হোক আজি রাত আজ রাতে তোর বিছানায়ে শুধু, আমি আর প্রতিঘাত

Leave a comment