ছাই ছাই নীলে ভোর হতে আসে,
ভেজা ভেজা ঘাস রাত ভালবাসে
তোকে পড়ল হঠাৎই মনে
কিছু কিছু কাশ এখনও যে আছে
হাতে হাত রেখে, আঙুল আলগোছে
এই এমনই হিমেল দিনে
চল আমার সাথে, হাঁটি ময়দানে
শ্রান্ত কোকিলা না ডাকুক গানে
মারু বেহাগের রাগে
আজ চল শুধু হাত ধরে থাকি
না বলা কথা যে অনেক সে বাকী
সন্ধ্যে নামার আগে
Leave a comment