কেতাবী 🐋অ্যাকাউন্টেন্সি পরীক্ষার সকালে – বাবা
মার্চ ১৫, ২০১৮
সকাল থেকেই সুয্যিঠাকুর,
মেঘে ঢাকা অবরূদ্ধে
দই চিড়ে কলা, দুটি গালে দিয়ে,
দেখি হাল্লা চলেছে যুদ্ধে
হাল্লার আজ হিসেবশাস্ত্র,
আর হাল্লা তাহাতে পাকা
তবে হাল্লার মন ভাল নেই,
আকাশ মেঘে যে ঢাকা
হিসেব নিকেশ নিকুচি করেচে,
আকাশ দেখ রে হাল্লা
আকাশেই দেখ সব যাদু আছে,
ম্যাঘ পানি মাঝি মাল্লা
পেন পেনসিল হিসেবের বই,
সব তুই ফেলে ছুঁড়ে
বাপ বেটি মিলে ঘুরে আসি চল,
শুন্ডি দেশটা ঘুরে
হিসেবপত্র করুক কেরানী,
হাল্লা তো কাটে ছড়া
হিসেবের খাতা জলরঙা নদী,
সবুজের কড়ানাড়া
Leave a comment