একান্ত 😎 ২৭ অক্টোবর ২০১৭

একান্ত 😎 ২৭ অক্টোবর ২০১৭

ধবল আকাশে, এ প্রসর ব্যাসে, বিস্তর মিঠেসুর
তবুও কিসে যে একাকী লাগে গো সঙ্গিহীন দুপুর
নিভৃতবাসীরা খাপছাড়া দল, নিরালা মানবহীন
পক্ষীর ঝাঁক, সমষ্টি পাক, আনন্দময় রঙ্গীন
এ বেকুব দিন, বড় সীমাহীন, গতানুগতিক গ্লানি
মন ভুল চায়, ভ্রমের উপায়, চঞ্চল হয়রানি
ক্ষান্তি, বিরতি, বিরাম চাহিনে, বেষ্টিত ওই ডাঙা
চাই অনিয়ম, অনিয়ত গতি, দেউলিয়া করে ভাঙা

Leave a comment