উত্তমের জন্য চারটি অজ্জিনাল লাইন –

উত্তমের জন্য চারটি অজ্জিনাল লাইন –

তোমারই বানীতে মজলিশী মজা
ঘায়েল হতেছে কত রাজা গজা
রোজ বিকেলেতে সবই তরতাজা
নীরবতা ভাঙো ভায়া
তুমি না আসিলে, সবই যেন ফাঁকা
গুণ্ঠিত মেঘে, এ আকাশ ঢাকা
খিন্ন প্রদোষে সবই আঁকাবাঁকা
ভুলে যাও সব মায়া
লিখে দাও দেখি শাণিত সে বুলি
তুলে নাও হাতে জবানের তুলি
সকলের সাথে করো চুলোচুলি
তুলে নাও হাতে বাঁয়া

Leave a comment