আজ আমি সব জানতে যে চাই
শিব পার্বতী পালা
বাবা যেইদিনে মা’কে পরালো
বিনি সুতোর মালা
সেদিন বাড়ীতে কত আয়োজন
পোলাও, কালিয়া, মিষ্টি
সেইদিনে বুঝি করেছিল মেঘ
আকাশ ছাপিয়ে বৃষ্টি?
সেইদিনে আমি ছিলেম কোথায়ে
পরনে কি ছিল মোর?
আমাকে ছেড়েই বিয়ে-বৌভাতে
যাবতীয় তোড়জোড়?
যাও তোমাদের, ভালই বাসিনা
বলবনা কথা মোটে
ভাগ্য আমার একদম পচা
নইলে এমন জোটে?
আজকে তাহলে গল্পটা বলো
সবকিছু বল শুনি
শুরু থেকে আমি শুনব যে’সব
উনিশ বছর গুনি
সেই গল্পটা রাখব গো লিখে
আমার বইয়ের ভাঁজে
সেই গল্পটা শুনব যে রোজ
সকাল সন্ধ্যে সাঁঝে
সেই গল্পের প্রতিটি পাতায়
তোমাদেরই ছবি আঁকা
সেই গল্পের নাম দেই আজ
আদরের নীহারিকা
Leave a comment