মায়ের বীরপুরুষ • মে ৮, ২০১৮
রাঙাঘোড়া খানি নেইকো আমার মাগো, ভুতের ভয়েতে রাত্তিরে দিনে কাবু
তবুও আমিতো বীরপুরুষেরই মত, এখনও রয়েছি তোমারই ছোট্ট বাবু
পালকিতে বাবু থাকবে তোমারই পাশে, ভুত যদি আসে, বুকের পাঁজরে ঘেঁষে
রাঙাঘোড়া খানি নেইকো আমার মাগো, তোমারই আঁচলে, তোমাকেই ভালবেসে
চাঁপাগাছ খানি ছিলোনা আমার মোটে, তবু অবসরে বিকেলের লুকোচুরি
ওসব ফুল কি গরীবের ঘরে ফোটে, তোমাকে দেখানো, তামাশার বাহাদুরি
সন্ধ্যে বেলাতে সুজ্যি যখন পাটে, বাবু বলে তুমি ডাকলে আমায় বুঝি
বন্ধুরা সব জোড়াদীঘিটার মাঠে, নিজের মাঝারে বীরপুরুষকে খুঁজি
হলুদের দাগে তোমার আঁচলখানি, সেখানেই সব লড়াই গিয়েছে থেমে
তুমি বসে থাকো আমার পাশেতে বসে, আর কাজ নেই পালকির থেকে নেমে
ঢাল তলোয়ার নেইকো আমার কিছুই, হাঁটছি তবুও টগবগিয়ে যে পাশে
নিজের মাঝারে বীরপুরুষকে খুঁজি, তোমারই মতন, তোমারই দেওয়া শ্বাসে
রাত্তিরে দিনে ভুতগুলো বারেবারে, মানছেনা কথা, হারেরেরে ধ্বনি ছাড়ে
লুকিয়ে রেখো মা আমাকে তোমারি বুকে, ধমকে দিয়ো মা অট্ট খবরদারে
ঝাঁকড়া চুলো ও ডাকাত বুঝিবা এলে, তোমারই আঁচলে মুখ ঢেকে রাখি গুঁজি
রাঙাঘোড়া খানি নেইকো আমার মাগো, নিজের মাঝারে বীরপুরুষকে খুঁজি
সবার মতন নাইবা হলেম মাগো, সবার মতন নাইবা আমার পূঁজি
রাঙাঘোড়া খানি নেইকো আমার মাগো, নিজের মাঝারে বীরপুরুষকে খুঁজি
মুম্বই
Leave a comment