মাঝ বয়েসের পদাবলী

কাব্যের রোগ ধরে গেছে দাদা, ব্রেনে ছন্দের হামলা

আরও একখানা লিখে ফেলি তাই, দশ মিনিটের মামলা

সারাদিন তো আপিসেই কাটে, হাজার খানেক কাজ

একটু পদ্য না লিখে শুলে, ঘুম আসবেনা আজ

এই বয়েসে কি পদ্য মানায়ে, ভাল শরীরের পক্ষে?

নাকি বুঝি কোন দুঃখ বেদন, চাপা আছে মোর বক্ষে?

নাকি শুধু এই কাব্য রচনা, একটু খ্যাতির আশায়ে

নাকি শুধু এই শব্দ চয়ন ছন্দের ভালবাসায়ে

নাকি এইসব উল্টোপাল্টা, মাঝ বয়েসের ভুল

নাকি মাঝে মাঝে মনের ভিতর একাকীত্বের হুল?

হয়ত লিখছি কাব্যগ্রন্থ, অনেক বছর বাদে,

হয়ত ছুটেছে পদ্যর বান, সাময়িক অবসাদে

কে জানে বাবা, কারণ টা কি, অকারণে আসে ছন্দ

মনের গভীরে আছে নাকি কোন অবিশ্বাসের দ্বন্দ্ব

নিজেকে হারায়ে বার বার খুঁজি, নিজেরেই ফের হারাই

তোমাকে খুঁজিতে এ লেখা নহে গো, নিজের সাথেই লড়াই

সারাদিন এত বাস্তবে থাকি, অবাস্তবের অভাব

তাই বুঝি এই পদ্য লিখেই, প্রকাশ করাই স্বভাব

এই কবিতাটা সিরিয়াস বুঝি, পরিমাণে মজা কম?

রোজ লেখা যায় এমন কাহিনী, হাসির অ্যাটম বম

যা নয় তাই লিখছি কেবল, ছাইপাঁশ আর যা তা

আজকের মত তুলে রাখা যাক, এই কবিতার খাতা

ভাল হল নাকি বেজায় খারাপ, নাকি হল মোটামুটি

এবার দেখছি ঘুম এসে গেছে, আজকের মত ছুটি

📎

July 21, 2011

One response to “মাঝ বয়েসের পদাবলী”

  1. Nilanjan Dasgupta Avatar
    Nilanjan Dasgupta

    আধুনিক কবিতা নয়,ছন্দ মেলানো পদ্য অনেকদিন বাদে পরে খুব ভাল লাগছে,চালিয়ে যাও।

    Like

Leave a comment