২৬

আজিকে জ্বালাও আকাশ প্রদীপ, ছাব্বিশ মোমবাতি

আজি আমাদের প্রেম যমুনার, ছাব্বিশ তম রাতি

আজিকে জ্বলুক অনেক আতস, বেহিসেবী সুরাপান

আজিকে কেবল আমি আর তুমি, গলা ছেড়ে ধরি গান

তুমি আমি চল হারাই আজিকে, কোপাই নদীর ধারে

আজিকে কেবল ভাল লাগা আর ভালবাসা বারে বারে

এসো বঁধু আজ, বস মোর পাশে, হাতে রাখো মোর হাত

এ নিখিলে বুঝি, আর কেউ নহে, আমি তুমি আর রাত।

Leave a comment