মাসীমার জন্মদিন

অনেককালের সাধ ছিল বঁধু, জমিয়ে বসাবো আসর

সকলে মিলে করব পালন, তোমারই জন্মবাসর

নৃত্যগীতের সঙ্গে জমিবে, হাসিমজা, খাওয়াদাওয়া

বন্ধু স্বজনে, আমরা ক’জনে, অপরূপ আবহাওয়া

আজি সে প্রদোষ, সব ভুলে দোষ, মন খুলে শুধু হাসি

মাগো তোমায়, আমরা সবাই, বড়ই ভালবাসি

মাগো আজি তোকে, কি সাজে সাজাই, কোন মালা বাঁধি কেশে

আজ সাজো তুমি, এ কপোল চুমি, রাজমহিষীর বেশে

আজ বসো দেখি, আসরের মাঝে, আবর্তনের বিন্দু

তুমি গঙ্গার জলধারা আজ, তুমিই যমুনা সিন্ধু

পরমানন্দ পুলক আজিকে, উল্লাস রাশি রাশি

মাগো তোমায়, আমরা সবাই, বড়ই ভালবাসি

নিরানন্দের ছন্দ ভোলাবো, শতেক করিব যতন

মা আমার ওরে, আজীবন ধরে, আমার মনের মতন

দেখো মা আগত, কত গৃহাগত, কত’না হর্ষধ্বনি

তোমারই আনন, দেখিছে সকলে, তুমিই নয়নমণি

কোথা যেয়নাকো, এসো বসো মাঝে, বসো আজ পাশাপাশি

মাগো তোমায়, আমরা সবাই, বড়ই ভালবাসি

Leave a comment