অ্যাডমিরালের বাড়ি

জেগেছে জোনাকি দীপেরই ঋতুতে, বাতাসে বারুদ ঘ্রাণ

ফিকে হয়ে যাওয়া মৌসুমি বায়ু, শোনাবে বুঝি সে গান

অগভীর রোদ, আহ্বান করে, ঘরে বসে থাকা মিছে

চপলমতিতে মরুৎ প্রবাহ ঘুরেফেরে আগেপিছে

তরমুজ-সুরা মগজে মগজে, সুরেলা ক’জন মিলে

ছিপ নিয়ে যাক কোলাব্যাঙে আর মাছগুলো নিক চিলে

ঢুলী চলে গেলো কমলাফুলীতে, আখক্ষেত পথ বেয়ে

আসমানি মেঘ আরব সাগরে, লালনের গান গেয়ে

বধ্য কবরে মানবেনা মন, চায় শাসনবিহীন শ্বাস

দুহাত বাড়িয়ে বেলাভূমি ডাকে, দীপাবলি অবকাশ

আজাদ, অবাধ, স্বাধীন, মুক্ত, বেফাঁস ক’জনে মিলে

ছিপ নিয়ে যাক কোলাব্যাঙে আর মাছগুলো নিক চিলে

দুঃখবিহীন একটি বিকেল, মাসুলবিহীন পাপ

ফুসফুস ভরা হাসি নিয়ে শুধু, অযত্ন সংলাপ

নিষ্ঠা-নিয়ম পরোয়া না করে, অশ্লীল গালাগালি

বাঁশরিয়া বাঁশী গেঁয়ো কোনো সুর, উদ্ধত হাততালি

আজকের রাতে বেহায়া মহুয়া, তোমাতে আমাতে মিলে

ছিপ নিয়ে যাক কোলাব্যাঙে আর মাছগুলো নিক চিলে।

Leave a comment