বাংলা আধুনিক গান 🎵 মার্চ ২১, ২০১৮
নিকষ সিঁড়িতে, ফেকাশে পিরিতে
এ মরু-গিরিতে, তুমি কোথা
দখিনা হাওয়াতে, চাওয়াতে পাওয়াতে
হারিয়ে যাওয়াতে, তুমি কোথা
উদাসী গ্রামেতে, বাসেতে ট্রামেতে
গিটারে ড্রামেতে, তুমি কোথা
তোমারই তালাসে, এমনই জ্বালা সে
বিরহকাল আসে, তুমি কোথা
Leave a comment