এপ্রিল ফুল

ক্রীং ক্রীং শব্দে, দুহাজার অব্দে

খাসা ঘিলু ঠাসা স্মার্ট ফোনেতে

মন ছোটে দশদিক, ভুল নয় সবই ঠিক

বলে রাখি আজ তোকে গোপনে

বিকেলে ইচ্ছে হলে, এটা-সেটা খাব বলে

বাড়ী বয়ে দিয়ে যাবে জোম্যাটো

পিৎজাতে কি’বা চাই, সারাদিনই খাইখাই

মাশরুম নেব নাকি টম্যাটো

ভুলেও যাবনা তাই, মুদির দোকানে ভাই

ঠ্যাং তুলে বসে বসে বাড়ীতে

কিনি বিগ-বাসকেটে, অনেকটা কম রেটে

এ সুযোগ কেহ পারে ছাড়িতে?

অঙ্কটা না পারিলে, রসায়নে খাবি খেলে

বইজু’স-এ তল্লাশি গুরু

চার্জ দিয়ে রাখি ফোনে, সুললিত রিং-টোনে

ভোরবেলা থেকে হয় শুরু

আরও আছি কত সুখে, আড়ি – ভাব ফেসবুকে

চ্যাট করে কি দারুণ রঙ্গ

আজকাল একা থাকি, সংসারে দিয়ে ফাঁকি

না – পসন্দ সকলের সঙ্গ

উঠোনেতে কিত-কিত, ফুটবলে হার-জিত

দৌড়া-দৌড়ি চোর-পুলিশে

সেসব লাগেনা ভাল, রং যদি হয় কালো?

আধশোয়া হয়ে থাকি বালিশে

এই করে দিন কাটে, ভয়ানক ঠাটেবাটে

স্মার্ট-ফোনে আঙুলের খোঁচা

সুগারেতে ক্ষতি নেই, খুশি আমি ভুঁড়িতেই

মগজেতে কেমিক্যাল লোচা

Leave a comment